২৭ জুলাই, ২০২৪, শনিবার

জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৪২ রান

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কোর বোর্ডে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাইমের ৩৯ আর লিটন কুমার দাসের ৩৩ আর ক্যাপ্টেন রিয়াদের অপরাজিত ৩৭ রানে ভর করে নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে জয়ের জন্য ব্যাট করছে কিউইরা।

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা বেশ ধীরগতির ছিলো। দুই ওপেনার গেল ৯ ম্যাচের মধ্যে সবচেয়ে বড় ৫৯ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ৩৩ ও দলীয় ৫৯ রানে রাভিন্দ্রের বলে মাঠ ছাড়েন লিটন কুমার দাস। ওয়ানডাউনে নেমে মুশফিকে রাভিন্দ্র ফেরান শুন্য রানে। পরে সাকিব এসেও সুবিধা করতে পারেনি। ব্যক্তিগত ১২ রানে তিনি ফিরে যান ম্যাকেনচির বলে।

এর পরে ক্যাপ্টেন রিয়াদ নাইমকে সাতে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন। দলীয় ১০৪ আর ব্যক্তিগত ৩৯ রানে নাইম ফেরেন রাভিন্দ্রের বলে। নতুন তারকা আফিফ এসেও ক্রিজে থাকতে পারেননি খুব বেশি সয়ম। প্যাটেলের বলে তিনি ফেরেন মাত্র ৩ রানে। পরে সোহানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখার চেস্টায় থাকেন রিয়াদ। শেষ পর্যন্ত রিয়াদের অপরাজিত ৩৭ আর সোহান আউট হন ১৩ রানে।

কিউইদের হয়ে তিন উইকেট নিয়েছেন রাভিন্দ্র।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement