জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা। ব্যাট হাতে মাদারাভিরে করেছেন দুর্দান্ত ৭৩ রানের ইনিংস। বোউল্স করেন ১৯ বলে ৩৪ রানের ইনিংস। টাইগারদের হয়ে শরিফুল নিয়েছেন তিন উইকেট।
জবাবে, ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছিলো বাংলাদেশ।