ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তান্ডব চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি জয়। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় খোলোস ছেঁড়ে বেড়িয়ে এসে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নাইন্টিন বিশ্বকাপজয়ী এই ব্যাটার। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পরে ওল্ড ডিওএইচএস। তখন দলের হাল ধরেন জয়। নির্ধারিত ওভার শেষে গাজী গ্রুপের বিপক্ষে ১৩৭ রানের টার্গেট ছুড়ে দেয় জয়ের দল। গাজীগ্রুপের হয়ে দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রাকিবুল হাসান।
জবাবে, ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় গাজী গ্রুপ। দলের হয়ে সর্বচ্চো ৩৭ রান করেন সৌম্য সরকার। মুমিনুর হক করেন ২৭ রান।