বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের বোলিংয়ে তিন উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭১ রান। আগের দিনে পিচ থেকে বোলাররা সহায়তা পেলেও এই ম্যাচে তেমন সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশের। সাকিব-মোস্তাফিজদের তাই খুব সহজেই মোকাবেলা করছে নিউজিল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের প্রয়োজন বলে ৭৭ রান। বাংলাদেশের হয়ে সাকিব নিয়েছেন দুই উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে কিউইদের সামনে ১৪২ রানের জয়ের টার্গেট দিয়েছে বাংলাদেশ।