ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে জয় পেয়েছে ঢাকা মোহামেডান। শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৫ রানের জয় পায় তারা। এই জয়ে বল হাতে সবচাইতে বেশি অবদান রেখেছেন রুয়েল মিয়া। ২দশমিক চার ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ সেরার তকমাও পেয়েন রুয়েল। এর আগে বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে আনা হয় ১৩তে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১০৩ রান করে মোহামেডান। ঢাকার জায়ান্টদের হয়ে ২১ বলে ২৬ করেন মোহামেডানের ইমন। আর ৮ বলে ২৩ রানের ঝড় তোলেন শুভাগত হোম। আর শাকিল হোসেন করেন ১৯ বলে ১৮ রান।
জবাবে, ব্যাট করতে নেমে রুয়েল মিয়ার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রাইম দোলেশ্বরের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ ওভার ৪ বলে ৮১ রানে অল আউট হয় দোলেশ্বর। মোহামেডানের মিশু নিয়েছেন চার উইকেট।