টানা তিন বছরে ইতিহাসের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ৩৫ ম্যাচ অপরাজিত ছিলো ব্রাজিল। তবে ২০০৭ থেকে ২০০৯ সালে এই সময়টাতে ব্রাজিলকে ছুঁয়ে ফেলে স্পেন। টানা ১২ বছর এই রেকর্ড ধরে রেখেছিলো স্পেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে ফেললো ইতালি।সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে স্পেনকে ছাড়িয়ে যায় ইতালি।
রোববার রাতে, সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে ইতালি। এই ড্রয়ে তিন পয়েন্ট না পেলেও সি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট না পেলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে ইতালির।
৫টি ম্যাচের ৩টিতে জয় ও ২টিতে ড্র করে তাদের পয়েন্ট এখন ১১। অন্যদিকে দুই ম্যাচ কম খেলে ৩টি ম্যাচের ২টিতে জয় ও ১টিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড।