জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজে জিতে নিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে এসেছে টি-টোয়েন্টি মিশন। সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। দলে জায়গা পেয়েছেন যারা তারা হলেন: (অধিনায়ক) মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ের হারারেতে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ