জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বোলাররা এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি। শুধু সাকিব আল হাসান ওপেনার মারুমানির উইকটটি তুলে নিয়েছেন ব্যাক্তিগত ৮ ও দলীয় ৩৬ রানে। টাইগার বোলারদের বেশ ভালোই জবাব দিচ্ছেন আগের ম্যাচে সেঞ্চুরি মিস করা টেইলর। দুর্দন্ত ব্যাট করছেন অআরেক ওপেনার চাকাভা।