ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছে সুবোধ ভাটি। ভারতে ক্লাব ক্রিকেটে সিম্বার বিপক্ষে দিল্লি একাদশের হয়ে ১৭ চার আর ১৭টি ছক্কায় ৭৯ বলে ২০৫ রান করেন এই ক্লাব ক্রিকেটার।
দিল্লি একাদশের পক্ষে ওপেনিং ব্যাটার হিসেবে নেমে এই রেকর্ড গড়েন সুবোধ।আর এই ইনিংসের জন্যই হয়তো তার সামনে খুলে যেতে পারে আইপিএলের দরজা। ২৫৯ দশমিক ৪৯ স্ট্রাইক রেটে এই ইনিংস খেলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ইনিংস ফিঞ্চের। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন ১৭২ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন গেইল।