২৭ জুলাই, ২০২৪, শনিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের সূচি চুড়ান্ত করেছে আইসিসি; বাংলাদেশের গ্রুপ “বি”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চুড়ান্ত করেছে আইসিসি। প্রথম রাউন্ডে বাংলাদেশের জায়গা হয়েছে “বি” গ্রুপে। সব কিছু ঠিক থাকলে এই আগষ্টের ১৭ তারিখ থেকেই শুরু হবে মূল পর্বের খেলা। আগে এই আসর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

মোট ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার টুয়েল্ভের খেলা। বাংলাদেশ সহ এই রাউন্ডে আরও খেলবে শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’ টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কা সহ আরও তিন দল হলো-আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপ “বি”তে বাংলাদেশের সাথে থাকছে- স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দল উঠে যাবে সুপার টুয়েল্ভ। যদি বাংলাদেশ দল গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে সুপার টুয়েলবে তাদের খেলতে হবে গ্রুপ ২ এ ভারত, পাকিন্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এছাড়া গ্রুপ এ থেকে রানারআপ হওয়া দলটিও খেলবে এই গ্রুপে।

গ্রুপ ১ এ রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ এ থেকে চাম্পিয়ন ও রানারআপ দল খেলবে এই গ্রুপে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবরেই বসবে বিশ্ব টি-টোয়েন্টির আসর।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ওমান ও আরব আমিরাত মিলে আয়োজন করবে এবারের বিশ্বকাপ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement