১৬ দল নিয়ে টি-টোযেন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও এই বৈশ্বিক আসরটি আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্কটোবর আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৪ নভেম্বর। এর আগে ভারতে এই টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনার কারণে ভারতে সেটা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলেই আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আমিরাত ও ওমানে। ৮ টি দল নিয়ে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এদের মধ্যে থেকে সেরা চার দল র্যংকিংয়ের সেরা ৮ দলের সাথে যুক্ত হয়ে অংশ নিবে সুপার টুয়েল্ভের ম্যাচে।