২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে মরিয়া উইন্ডিস

Advertisement

চলছে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিসের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় উইন্ডিস। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফেরে প্রটিয়ারা। তৃতীয় টি-টোয়েন্টিতেও বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। সিরিজ বাঁচাতে হলে চতুর্থ টি-টোয়েন্টিতে উইন্ডিসের জয়ের কোন বিকল্প নেই। অন্যদিকে এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে আফ্রিকানরা।

উইন্ডিজের নিকোলাস বলছেন, ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরার মত সামর্থ আমাদের রয়েছে। আমরা চাই পজেটিভ ক্রিকেট খেলতে এবং মাঠে নিজেদের সেরটা দিতে। আশা করছি নিজেদের ক্রিকেটটা খেলতে পারলেও আফ্রিকানদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে জয় পাবো।

ডি কক বলছেন আমরা চতুর্থ ম্যাচে সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে। তবে উইন্ডিজকে খাটো করে দেখছি না। প্রথম ম্যাচে তাদের বিপক্ষে আমরা হেরেছি তাই একটু সতর্ক থাকতে হবে আমাদের। একটুও ভূল করা যাবে না। তাহলে হয়তো সিরিজটা নিজেদের করে নিতে পারবো আমরা।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল (২ জুলাই) মুখোমুখি হবে দুই দল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement