২৭ জুলাই, ২০২৪, শনিবার

টুইটারের বন্ধ অ্যাকাউন্ট ফিরে পেলেন কঙ্গনা

Advertisement

কঙ্গনা রানাউত অবশেষে ২০ মাস পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের মে মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসেই দিলেন পোস্ট। লিখলেন, এখানে ফিরে এসে ভাল লাগছে। সাথে শেয়ার করলেন তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’-র একটি ভিডিও ক্লিপ। আরও জানান, ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ‘কুইন’। বার বার টুইটারের নিয়ম ভঙ্গ করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২১ সালের মে মাসে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট।

টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুশি যে আমি টুইটারে নেই। আমি টুইটারে ফিরে এলে মানুষের জীবনে উত্তেজনা বেড়ে যায়, আর আমার জীবনে সমস্যা। বিভিন্ন রাজ্যে আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়। 

তবে এত দিন পরে অ্যাকাউন্ট ফিরে পেয়ে খুশি ‘কুইন’ খ্যাত অভিনেত্রী। টুইটারে তা লিখে জানাতেও ভোলেননি তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement