২৭ জুলাই, ২০২৪, শনিবার

‘টুইটারে নয়, খেলায় মনোযোগ দাও’—ভারতীয় তারকাকে পরামর্শ গ্রায়েম স্মিথ

Advertisement

অন্য যে কোনো সময়ের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খেলোয়াড়রা বেশি সক্রিয়। বিভিন্ন ইস্যুতে খেলোয়াড়রা আর সব মানুষের মতোই নিজেদের মনের ভাব প্রকাশ করেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। জাতীয় দলে সুযোগ না পেলে, বা বঞ্চনার শিকার হলেও এর ব্যত্যয় ঘটে না খুব একটা।

সেই স্রোতেই গা ভাসালেন আইপিএল মাতানো ভারতীয় তারকা রাহুল তেওয়াটিয়া। দলে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেন ইঙ্গিতপূর্ণ টুইট। সেটাই চোখে পড়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। তেওয়াটিয়াকে এসব ছেড়ে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

চলতি মাসের শেষে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সিনিয়রদেরকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা দেওয়া হয়েছে তরুণদের। রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, রবি বিষ্ণোই, হার্শাল পাটেল, উমরান মালিকদের মতো তরুণ তুর্কিদের জায়গা হয়েছে দলে। তবে সেই দলেও জায়গা হয়নি রাহুল তেওয়াটিয়ার। তার পরেই টুইটারে তার রহস্যজনক বার্তা, ‘প্রত্যাশা কষ্ট দেয়।’

সেটা চোখ এড়ায়নি স্মিথের। তিনি রাহুলকে পরামর্শ দিলেন, এসব ছেড়ে খেলায় মন দিতে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি শুধু এটাই বলব যে, টুইটারে মন না দিয়ে খেলায় মন দাও। ভালো পারফর্ম করো, যেন পরের বার দল নির্বাচনের সময় কেউ তোমাকে বাদ না দিতে পারে।’

স্মিথের অভিমত, ভারতের বিশাল খেলোয়াড়ের ভাণ্ডার থেকে ক্রিকেটার বেছে নেওয়া নির্বাচকদের জন্য একটু কঠিনই। তিনি বলেন, ‘ভারতে এত প্রতিভা রয়েছে, এখানে দল নির্বাচন করা কঠিন। কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার সেই সব ক্রিকেটারদের বেছে নেওয়াই উচিত, যারা (টি-২০ বিশ্বকাপে) অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement