যে গুঞ্জন উঠেছিলো সেটিই সত্যি হতে যাচ্ছে আজ। টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সত্যি সত্যিই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন, তার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজই। এমন সংবাদের গন্ধই পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরেজের একমাত্র টেস্টে দলের বিপদে ত্রাতা হয়ে দাঁড়িয়ে ১৫০ রানের অপরাজিত থেকে রাজার মতই টেস্ট থেকে বিদায় নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাইতো পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর আগে সতীর্থরা রিয়াদকে গার্ড অব অনার দিয়ে মাঠে প্রবেশ করে পুরো দল।
৩৫ বছর বয়সী রিয়াদ এখন টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ানডে তিনি অপরিহার্য এক ক্রিকেটার বাংলাদেশের জন্য। তবে টেস্টে কোনো যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে পুরোদলই খারাপ খেলেছে সেখানে ভালো করতে পারেননি রিয়াদ। জিম্বাবুয়ে সিরিজেও টেস্ট দলে ছিলেন না রিয়াদ তবে দল ঘোষণার দুই দিন পরে হুট করেই দলে যুক্ত করা হয তাকে। আর তার ১৫০ রানেই প্রথম ইনিংসে ৪৬৮ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। এই টেস্ট সহ মোট ৫০ টেস্টে ৫ সেঞ্চুরি আর ১৬টি হাফ-সেঞ্চুরি নিয়ে রিয়াদের টেস্ট রান ২ হাজার ৯শ ১৪