৯ অক্টোবর, ২০২৪, বুধবার

টেস্ট থেকে রিয়াদের অবসরের গুঞ্জন; এমন সিদ্ধান্তে হতাশ পাপন

Advertisement

প্রায় দেড় বছর পরে টেস্টে ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে এই টেষ্ট শেষেই নাকি অবসরে যাচ্ছেন রিয়াদ। টাইগার এই ব্যাটার সত্যিই অবসরে যাচ্ছে কি না সেটা এই ইস্যু নিয়ে মুখ খুলছেন না কেউই। তবে এখন পর্যন্ত রিয়াদ অফিসিয়ালি এমন কোনই ঘোষণ দেননি।

হুট করে রিয়াদের অবসরে যাওয়ার ব্যাপারে সন্ধান্ত নেয়ার বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন,
এ ব্যাপারে আমাকে অফিসিয়ালি কোউ কিছুই বলেনি এখনও। তবে কেউ একজন আমি নাম বলতে চাচ্ছি না, আমাকে ফোনে বললো রিয়াদ এই ম্যাচের পর আর টেস্ট খেলবে না। টেস্ট থেকে অবসরে যাবে। তবে আর যাই বলু আমার কাছে ব্যাপারটা একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না।

বিসিবির প্রেসিডেন্ট অরও বলেন, এখনও খেলা শেষ হইনি তাই রিয়াদ এমন কথ বলতে পারে না। আর সে তো লিখিতো দিয়েছে যে সে টেস্ট খেলবে তাহলে এখন তার অবসরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি তার সাথে দুই বার বাসায় ডেকে কথা বলছি। সে বলেছে দলের প্রয়োজনে সে বলও করবে। রিয়াদ তিন ফরম্যাটেই খেলতে চায়।

পাপন বলছেন আমি আসলে বুঝে পাচ্ছি না সে কিভাবে অবসরে যেতে চাচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement