জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে যুক্ত করা হয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদকে। তিন ফরমেটের দল ঘোষণার সময় টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাকে। টি-টোয়েন্ট ও ওয়ানডে স্কোয়াডে রেখেই দুদিন আগে দল ঘোষণা করেছিল বিসিবি। তবে হঠাত করেই মত পাল্টে শনিবার এক ইমেল বার্তায় টেস্ট দলে মাহমুদুল্লাহ রিয়াদকে যুক্ত করার ব্যাপারটি নিশ্চিত করে বিসিবি
এই সফরে প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন টাইগারদের এই ক্যাপ্টেন। সবশেষ তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।