৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন তো মাবিয়া!

Advertisement

জুনের ৩০ তারিখে টোকিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা ছিলো বাংলাদেশের সেরা ভারত্তোলক মাবিয়া আক্তারের কিন্তু সেটা এখনও হাতে পাননি তিনি। তাই কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে তার অলিম্পিক যাত্রার। তবে সুত্র জানিয়েছে আসছে ৫ জুলাই এই ব্যাপারি নিদৃষ্ট নির্দেশনা ও তথ্য পাওয়া যাবে।

৩০ জুন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল। গতকাল বুধবার অবশ্য বিষয়টির কোনে সিদ্ধান্তে আসেনি। ৫ জুলাই জানা যাবে বাংলাদেশের ভারত্তোলক আসন্ন টোকিও অলিম্পিকসে খেলতে পারবেন কি না।

বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, ৩০ জুনের সভায় ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হয়নি। তবে ৫ জুলাই নিশ্চিত হওয়া যাবে কারা পাবেন কার্ড। এখনও দশটি ওয়াইল্ড কার্ড রয়েছে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement