২৭ জুলাই, ২০২৪, শনিবার

স্বপ্ন ভঙ্গ হলো মাবিয়া আক্তার সিমান্তের

Advertisement

টোকিও অলিম্পিকে যাওয়ার স্বপ্ন আর পুরন হলো না দেশ সেরা ভারোত্তলোক মাবিয়া আক্তারের। গেল সপ্তাহের (সোমবার) সপ্তম খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড পাবার কথা থাকলেও সেদিন কার্ড হাতে পাননি সিমান্ত। পরে অলিম্পক এসোসিয়েশন থেকে জানানো হয় আজ (বুধবার) মাবিয়ার অলিম্পিকে যাওয়া সম্পর্কে ফাইনাল সিদ্ধান্ত জানাতে পারবে বিওএ। তবে আজ বিওএ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে মাবিয়া আক্তার ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না এবং এই অলিম্পিকে তার খেলাও হচ্ছে না।

এসএ গেমসে টানা দুই আসরে স্বর্ণজয়ী মাবিয়ার রিও অলিম্পিকেও অংশ নেয়া হয়নি ফেডারেশনের অন্তর্কলহের কারণে। এবার হলো না তাজিকিস্তানে বাছাই পর্বে অংশ না নেবার কারণে।

অন্যদিকে, ভিসা জটিলতায় অলিম্পিক প্রস্ততি নিতে জার্মান যাওয়া হলো না শ্যুটার আব্দুল্লাহ-হেল বাকীর।

টোকিও অলিম্পিকে খেলতে এ মাসের দ্বিতীয় সপ্তাহে দেশ ছাড়বেন বাংলাদেশের ছয় অ্যাথলেট। এই ছয়জন হলেন জহির রায়হান, আরিফুল ইসলাম, জুনাইনা আহমেদ, আব্দুল্লাহ-হেল বাকী, দিয়া সিদ্দিকী আর সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া রোমান সানা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement