কদিন পেরই শুরু হবে টোকিও অলিম্পক তার আগে অলিম্পিকের মশাল নিয়ে চলছে শেষ মুহূর্তের রেলি। রোববার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো অংশ নিলেন এই মশাল রেলিতে। এই রেলি নিয়ে জিকো প্রদক্ষিন করেন জাপানের কাশিমা শহর। ১৯৯১ ও ১৯৯৪ সালে জিকো খেলেছিলেন এই শহরেরই একটি ক্লাবে। পরে ২০০২ সালে জাপানের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। তার অধীনে ২০০৬ বিশ্বকাপে খেলে জাপান।
গেল ১২১ দিন জাপানের বিভিন্ন শহরে ঘুরছে এই অলিম্পিক মশালটি। আসছে ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে মশালের যাত্রা।