১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় চালক নিহত

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী ট্রাকের পেছনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অটোরিকশার চালক মো. রিয়াজ (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত রিয়াজ উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে রিয়াজ তার অটোরিকশা নিয়ে চরফ্যাশন বাজার থেকে দক্ষিণ দিকে যচ্ছিলেন। এ সময় তিনি চরফ্যাশন বাজারের শরীফপাড়া এলাকায় পৌঁছলে তার সামনে একটি মালবাহী ট্রাক ব্রেক করে। এতে অটোরিকশাটি তাৎক্ষনিক ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং চালক রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement