১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

ট্রাম্পের চেয়ে ভিন্ন ধরনের বাইডেন: পুতিন

Advertisement

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিন্ন ধরনের বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পুতিন।

তিনি বলেন, ‘বাইডেন ট্রাম্পের চেয়ে পুরোপুরি আলাদা ধরনের মানুষ। রাজনৈতিক পরিপূর্ণতা পেতে তিনি অনেক সময় ব্যয় করেছেন।’

পুতিন মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। তিনি আরও বলেন,‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’

পুতিন আরও বলেন, সাম্প্রতিক কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে। আগামী বুধবার জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প সর্ম্পকে পুতিন বলেন,‘এখন আমি বিশ্বাস করি ট্রাম্প একজন অনন্যসাধারণ এবং প্রতিভাবান ব্যক্তি। তা না হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারতেন না।’ 

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, সাম্প্রতিক কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এই সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি। 

আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও পুতিন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement