২৭ জুলাই, ২০২৪, শনিবার

ট্রেনের অগ্রিম টিকিট ফেরত নেওয়া শুরু

Advertisement
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানী থেকে বন্ধ করা হয়েছে ট্রেন যাত্রা। ফলে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার সকাল থেকে টিকিট কাউন্টারগুলোয় টিকিট ফেরত নিয়ে টাকা দেওয়া শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যাত্রী চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনেছেন তাদের আজ শুক্রবার ২৫ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 
এর আগে ৫ এপ্রিল থেকে দীর্ঘ ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত আসে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করছে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।
Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement