রেললাইন পার হওয়ার সময় একটি ভ্যানগাড়িকে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়েছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি গড়াশিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানগাড়ির চালক রেললাইন থেকে দ্রুত সরে যাওয়ায় কোনো হতাহত হয়নি। ঘটনার পরই ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন সূত্রে জানা যায়, হঠাৎ করেই ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে মেরামত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে রংপুরের উদ্দেশে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় দেড় ঘণ্টা দাঁড়িয়েছিল। পরে মেরামত শেষ হলে রংপুর উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঘারিন্দা, করটিয়া ও মহেড়া রেলস্টেশনে তিনটি ট্রেন আটকা পড়েছিল।