ডিপিএলের ম্যাচে ওল্ডডিওএসএসের বিপক্ষে গাজি গ্রুপের বোলাররা যখন রাজ করছিলেন তখনই ব্যাটিং তান্ডব শুরু করে আনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমাদুল হাসান জয়। ১২.৪ ওভারে যখন দলের রান ৫ উইকেটে ৫৪ তখনই ব্যাট চালিয়ে খেলা শুরু করেন জয়। শেষ পর্যন্ত ৭ ছক্কা ও ৩ চারে খেলেন ৫৫বলে ৮৫ রানের ইনিংস। শেষ পর্যন্ত ডিওএসএসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৬ রান। ডিপিএল
এই ইনিংসের সুবাদে এই টুর্নামেন্টের সেরা ব্যাটারদের তালিকায় সবার উপরে রয়েছে এখন জয়ের নাম। শেষ ৫ ইনিংসে ১২০.৫০ গড়ে তার ২৪১ রান। এর আগে লিজেন্ড অব রুপগঞ্জের বিপক্ষে জয় খেলেছিলেন ৫৫ বলে ৭৮* রানের ইনিংস। জয়ের পরেই ৬ ইনিংসে ১৮৭ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন আনিসুল ইসলাম।