১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

ডিপিএলএ জয়ই সেরা

Advertisement

ডিপিএলের ম্যাচে ওল্ডডিওএসএসের বিপক্ষে গাজি গ্রুপের বোলাররা যখন রাজ করছিলেন তখনই ব্যাটিং তান্ডব শুরু করে আনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমাদুল হাসান জয়। ১২.৪ ওভারে যখন দলের রান ৫ উইকেটে ৫৪ তখনই ব্যাট চালিয়ে খেলা শুরু করেন জয়। শেষ পর্যন্ত ৭ ছক্কা ও ৩ চারে খেলেন ৫৫বলে ৮৫ রানের ইনিংস। শেষ পর্যন্ত ডিওএসএসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৬ রান। ডিপিএল

এই ইনিংসের সুবাদে এই টুর্নামেন্টের সেরা ব্যাটারদের তালিকায় সবার উপরে রয়েছে এখন জয়ের নাম। শেষ ৫ ইনিংসে ১২০.৫০ গড়ে তার ২৪১ রান। এর আগে লিজেন্ড অব রুপগঞ্জের বিপক্ষে জয় খেলেছিলেন ৫৫ বলে ৭৮* রানের ইনিংস। জয়ের পরেই ৬ ইনিংসে ১৮৭ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন আনিসুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement