ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালে ১৯ বলে সাইফুদ্দিনের করা ৪০ রানের ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৩৫ রান তোলে ঢাকা আবাহনী। দলের হয়ে ২৯ বলে ২৭ রান করেন আফিফ হোসেন। ওল্ড ডিওএইচএসের হয়ে দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মোহাই মিনুল খান।
আবাহনীর দেওয়া ১৩৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নির্ধারিত ১৯ ওভার শেষে ১১৩ রানের বেশি করতে পারেনি ডিওএইচএসের ব্যাটাররা। দলের পক্সে সর্বোচ্চ ৪৩ রান করেন রাকিন আহমেদ। আবাহনীর পক্ষে ১ উইকেট নিয়েছেন আরাফাত সানি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিক সাইফউদ্দিনদের আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
আবাহনী লিমিটেড : ১৩৫/৬ (১৯ ওভার)
সাইফউদ্দিন ৪০, আফিফ ২৭*
রকিবুল ১০/২, মোহাইমিনুল ২৫/২
ওল্ড ডিওএইচএস : ১১৩/৩ (১৯ ওভার)
রাকিন ৪৩, ইমন ২০
সানি ১৩/১, সাইফউদ্দিন ১৫/১
ফল : আবাহনী ২২ রানে জয়ী।