২৭ জুলাই, ২০২৪, শনিবার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩১৫ জন

Advertisement

দেশে ৩১৫ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

এখন পর্যন্ত দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ১১ হাজার ৮০০ জন ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন মানুষ।

আজ (৫ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়েছে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩১৫ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৮১ জন রোগী। একই সময়ে ডেঙ্গুতে এ সময়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement