২৭ জুলাই, ২০২৪, শনিবার

ডেল্টার সংক্রমণই বেশি ভয়াবহ হবে: ডব্লিউএইচও

Advertisement

আগামী দিনে বিশ্বজুড়েই সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা ধরন। প্রায় ১০০টি দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা মহামারি সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, ’২৯ জুন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টার অস্তিত্ব মিলেছে। ভাইরাসের প্রজাতি চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা বহু দেশেই নেই। যার ফলে আসল সংখ্যা সামনে আসছে না। কিন্তু সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টা প্রজাতির জন্যই যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার কথা বলেছেন ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস। তিনিও সম্প্রতি বলেছেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যে সব জায়গায় টিকাদানের হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে এই প্রজাতির করোনাভাইরাস।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement