ডিপিএল ক্রিকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের বিপক্ষে ১৪ রানের জয় পায় তারা। বিকেএসপির গ্রাউন্ড ফোরে টস জিতে ব্যাট করতে নেমে ১১৮ রানেই অলআউট হয়ে যায় দোলেশ্বর। জবাবে ১১৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১০৪ রান তোলে লিজেন্টস অব রূপগঞ্জ। ফলে ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরের হয়ে ২৯ রান করেন ফজলে মাহমুদ। আল আমিন জুনিয়র ৩০ রান করেন রূপগঞ্জের হয়ে।
বিকেএসপির গ্রাউন্ড থ্রিতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ডিওএইচএস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২২ রানের জয় পায় তারা। দুপুরে, টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে, ব্যাট করতে নেমে ১২৫ রানে অল আউট হয় ডিওএইচএস। ফলে ২২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। প্রাইম ব্যাংকের হয়ে ৫৪ রান করেন রনি তালুকদার। আর ২৫ রান করেন তামিম ইকবাল। ডিওএইচএসের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন জয়।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভিজেডি ম্যাথডে কলাবাগানের বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে শাইনপুকুর। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান তোলে তারা। জবাবে, ১৫৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১১০ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস। জয়ী দলের হয়ে সাজ্জাত করেন ৪৮ রান। তৌহিদের সংগ্রহ ৪৬ রান। কলাবাগানের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সাদিকুর রহমান।