টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, এমন খবরই ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে। বেশ কিছুদিন হলো ব্যাট হাতে নিজের স্বরুপে ফিরতে পারছেন না কোহলি। গেলো দুই বছরে বিরাটের ব্যাট থেকে এখন পর্যন্ত আসেনি। ২০১৯ সালে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে কখনো এত বেশি সময় সেঞ্চুরি বঞ্চিত থাকেনি বিরাট। তার জায়গায় ভারতীয় দলের ছোট ফরমেটে অধিনায়কের দায়িত্বে আসতে পারেন রোহিত শর্মা।
এদিকে টেস্ট ক্রিকেট ও আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাছাড়া জাতীয় দলের হয়ে তার অধিনায়কত্বে ২০১৮ সালের নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত।
তবে এসব কিছুকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কোহলির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলে ৬৫ টিতে জয় পায় ভারত। আর টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে তার নেতৃত্বে ২৭ টিতে জয় পায় টিম ইন্ডিয়া।