৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

তবে কি রিয়াদের পথেই হাঁটার কথা ভাবছেন মুশফিক!

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময়ই গুঞ্জন ছড়িয়েছিলো জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। শুরুর দিকে গুঞ্জন সত্যি হলেও হঠাত করেই মোড় নিয়েছে অন্যদিকে। এখন শোনা যাচ্ছে তিনি নাকি মত দিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ খেলার। তাই ওয়ানডে সিরিজের আগেই তাকে যুক্ত করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের দলে।

ঠিক যেমনটি করা হলো রিয়াদের সাথে। দল ঘোষণা দুইদিন পর হুট করেই টেস্ট যুক্ত করা হয় রিয়াদকে। বিসিবির কাছে লিখিত দেওয়ার পরও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেই নীরবে নিজেকে সরিয়ে নিলেন রিয়াদ। যাবার আগে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে দেখিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। বিসিবিও, হয়তো বুঝেছে কিন্তু চেষ্টা করেও রিয়াদকে থামাতে পারেনি কেউ।

এখন মুশফিকুরও যে রিয়াদের পথে হাঁটার কথা ভাবছেন না এমন প্রশ্ন উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। তা না হলে হুট করেই টি-টোয়েন্টিতে খেলার সিদ্ধান্তই বা কেনো নিলেন? কে বা কারা মুশফিককে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করলো বা রাজি করলো? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এর কারণ অবশ্য, ওই যে রিয়াদের বিদায়!

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement