২৭ জুলাই, ২০২৪, শনিবার

তিন থেকে পাঁচ সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে তামিমের: দেবাশীষ

Advertisement

ডাক্তার বলেছিলো রেস্ট নিতে, কিন্তু সে কথা শুনলেন না তামিম। প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে স্কোয়াডে নাম না থাকার পরও ব্যাট হাতে মাঠে নেমে সবাইকে অবাক করে দেন তিনি। ৩০ বল খেলে ১৮ রান করলেও হাঁটুর ইনজুরি কিন্তু কমে নি বরং বেড়েছে বহুগুনে, এখন টেস্ট ম্যাচে অনিশ্চিত তামিম।

এ ব্যাপারে বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরি বলছেন বিশ্রামের কোন বিকল্প নেই তামিমের। তামিমকে আমি বিশ্রাম নিতে বলেছিলাম কিন্তু সে কথা শোনেনি। জিম্বাবুয়ে যাওয়ার আগেই তামিমের প্রতি বিশ্রামের পরামর্শ ছিল। বলেছিলাম- ফিজিওথেরাপি করবে, মন সায় দিলে প্র্যাকটিস করবে, ব্যথা থাকলে প্র্যাকটিস করবে না। খেলার ক্ষেত্রেও একই- ব্যথা না থাকলে খেলবে না।’

দেবাশীষ জানান আরও জানান, হারারে টেস্তাটে তামিম খেলবে কিন্মিত সে্ই সিদ্ধান্ত জানা যাবে ৬ জুলাই টেস্ট ম্যাচের আগেরদিন। তারমতে ‘চোটটা যদি বিশ্রামের পর্যায়ে চলে যায় তাহলে ২ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকা লাগতে পারে। ওর ইনজুরির যে ধরন, তাতে বিশ্রামের কোনো বিকল্প নেই। টেস্টের আগের দিন ওকে পর্যবেক্ষণ করে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement