জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচি ব্যাটিং করলেও মুল টেস্টে তামি ইকবালের খেলে অনেকটাই অনিশ্চিত। প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে তামিম খেলেছিলেন ৩০ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস। কিন্তু ম্যাচ খেলার পরেই তিনি অনুভব করছেন তার ইনজুরি আরও বেড়েছে। তাই টিম ম্যানেজম্যান তামিমের বিকল্প ভাবছেন।
গণমাধ্যমের সংবাদ অনুযায়ী জিম্ববুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তামিম স্কোয়াডেই ছিলেন না তারপরও হুট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামায় সবাই অবাক হয়েছিলেন। তিনি ভেবেছিলেন প্রস্তুতি নিবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি উল্ট পুরোনো হাটুর চোট আরও বেড়েছে। তবে তামিমের জায়গায় ওপেনিংয়ে কাকে দলে নেওয়া হতে পারে সেটি এখনও ঠিক করেনি টিম ম্যানেজমেন্ট।
এর আগে এই চোটের কারণেই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দেশে পুরোটা সময় ছিলেন বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে তাকে দলে রাখায় তিনি দলের সাথে উড়াল দেন হারারেতে। তবে একমাত্র টেস্টে তার খেলার সম্ভবনা খুবই কম।