২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

তিউনিসিয়ায় সাগরে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

Advertisement

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। একইসাথে উদ্ধার করা হয়েছে আরও তিনজন মিসরীয়কে। বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে তিউনিসিয়ার কোস্টগার্ড উদ্ধার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম জানিয়েছে, অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকার ইঞ্জিন নষ্ট হওয়ায় তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে লিবিয়া সীমান্তের কাছে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদান বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। 

কোস্টগার্ড বলছে, তাদেরকে উদ্ধার করে আইওএম ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে ।

উদ্ধারকৃতদের তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইওএম।

আইওএমের তথ্যানুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে এ বছর জানুয়ারি থেকে তিউনিসিয়ায় এক হাজারেরও বেশি অভিবাসী আটক হয়েছেন।

এদিকে, জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআররের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজারেরও বেশি অভিবাসী অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে লিবিয়া থেকে রওনা হয়েছিলেন। গত বছরের প্রথম চার মাসের তুলনায় যা ৭০ শতাংশেরও বেশি।

জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৬০ অভিবাসনপ্রত্যাশী

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement