নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে হলে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে নিউজিল্যান্ডের। প্রথম দুই ম্যাচে যে একাদশ মাঠে নামিয়েছিলো বাংলাদেশ তৃতীয়টিতেও সেই একাদশ খেলানোর সম্ভবনা রয়েছে। আসুন এক নজরে পড়ে নেই তৃতীয় ম্যাচে কাদের নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান