কোপা আমেরিকা ফুটবলের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জয় পেয়েছে কলোম্বিয়া। ব্রাজিলের গ্যারিঞ্চা স্টেডিয়ামে ৩-২ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ের ফলে এবারের আসরে তৃতীয় সেরা দল হলো কলোম্বিয়া। আর খালি হাতেই বিদায় নিতে হলো পেরুকে।
রাতে ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে ইয়োচুনের স্কোরে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পেরু। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পেরু। ৪৯ মিনিটে জুয়ান গোল করলে সমতায় ফেরে প্যারাগুয়ে। পরে ৬৬ মিনিটে লুইসের গোলে ২-১ গোলের ব্যাবধানে এগিয়ে যায কলম্বিয়া। ৮২ মিনিটে স্কোর লেভেল করে পেরুর ল্যাপাডুয়া।
কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় আবারও লুইসের আঘাতে ৩-২ গোলে এগিয়ে যায় কলোম্বিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় এবারেরর কোপায় তৃতীয় স্থান নিশ্চিত করেই মাঠ ছাড়ে কলম্বিয়া।