২৭ জুলাই, ২০২৪, শনিবার

দলের খারাপ পারফরমেন্সে দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোয়ার

Advertisement

ইউরোতে হেরে গেছে নেদারল্যান্ড। চেক রিপাবলিকের বিপক্ষে হেরে শেষ ষোল থেকেই বিদায় নিতে হয়েচে তাদের। দলের এমন বিদায় মেনে নিতে পারেনে ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোয়ার। দেশে ফিরেই দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। নেদারল্যান্ডের ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিক ভাবে এক বিবৃতিতে তার দায়িত্ব ছাড়া করথা জনিয়ে দিয়েছেন দলকে।

২০২০ সালের শেষের দিকে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জাতীয় দলের কোচের দায়িত্ব দেয় ডি বোয়েরকে। ২২ সালের শেষ পর্যন্ত তার সাথে চুক্তি করেছিরো ডাচ ফুটবল এসোসিয়েশন। তবে গেল কয়েক বছরের ব্যর্থতা ঢেকে দারুণ শুরু করেছিলো ইউরোতে। তিন ম্যাচে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়েই নক আউট পর্বে উঠেছিলো তারা। তবে শেষ ১৬ থেকেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয় দলটিকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement