২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

দারুণ উপভোগ করেছেন শিশির

Advertisement

শুক্রবার আবাহনী ও মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে লাথি মেরে উইকেট উপড়ে ফেলার ঘটণাটি দারুণ এনজয় করেছেন সাকিবের পত্নী শিশির। ঘটণার পরেই তিনি তার ফেসবুক পেজে এই ঘটণার প্রতিকৃয়া জানিয়ে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন,

“গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ লাগছে। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।”

সেই স্ট্যাটাসে তিনি আরও বলেন, “দুঃখজনক ব্যাপার হলো, এখানে মূল ইস্যুটি চাপা দিয়ে মিডিয়া শুধু তাঁর রাগ প্রকাশের বিষয়টি তুলে ধরেছে। এখানে আসল বিষয় হলো আম্পায়ারদের নেওয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। শিরোনামগুলো সত্যিই দুঃখজনক। আমার কাছে মনে হয়, এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাঁকে ভিলেন বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক হোন।”

,

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement