শিশুশিল্পী দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তিও পেয়েছে। হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। কিন্তু ক্যারিয়ারের শুরুর সময়ই বিয়ে নিয়ে বেশ মেতেছেন দিঘি। সিনেমা পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে দীঘি নাকি নাকি ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এমন কি দ্রুতই বিয়েও করবেন তারা। প্রেমের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই চিত্র নাইকা। তিনি বলছেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভাল বন্ধু।’
দীঘি আরও বলেন তৌহিদ আফ্রিদির সাথে আমার প্রেমের কোন সম্পর্ক্য নেই। ক্যারিয়ার নিয়ে ভাবছি এখন। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজব কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।’
এদিকে দীঘি সম্প্রতি অভিনয় করেছেন একটি হিন্দি গানের ভিডিওতে। যেটা গেয়েছেন ন্যানসি। জানা গেছে, ভারতের টি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে। এছাড়া ‘মুজিব ভাই’ একটি সিনেমায় যুক্ত হয়েছেন। এর আগে অবশ্য বঙ্গবন্ধুর বায়োপিক এবং তাকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি।