তামিল ভাষার ঐতিহাসিক সিনেমা ‘পননিয়ান সেলভান’ এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড স্টার ঐশ্বরিয়া রাই। তার এই দুই চরিত্রের নাম হচ্ছে ‘নন্দিনী’ ও ‘মন্দাকিনী দেবী’। প্রখ্যাত বলিউড নির্মাতা মণি রত্নমের এই সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২২ সালে। সম্প্রতি তামিলনাড়ুর পন্ডিচেরিতে এই সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানা যায় ভারতের সংবাদমাধ্যম গুলোতে। মূলত ১৯৫৫ সালে প্রকাশিত কল্কি কৃষ্ণমূর্তির ‘পননিয়ান সেলভান’ উপন্যাসটির অবলম্বনে তৈরি করা হবে এটি।
ইনস্টাগ্রামে এই সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমাটিতে ঐশ্বরিয়া রাইয়ের পাশাপাশি অভিনয়ে থাকবেন বিক্রম, কার্থি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি, ঐশ্বরিয়া লক্ষ্মীসহ আরও অনেকে।
ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ দেখা যায় ২০১৮ সালের ‘ফ্যানি খান’ সিনেমাতে। সেই সিনেমায় অভিনয়ে ছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও। এছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘গুলাব জামুন’ সিনেমায় ঐশ্বরিয়াকে দেখা যাবে তার স্বামী অভিষেক বচ্চনের সাথে