জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন মুশফিকুর রহমি। বাবা-মা করোনায় আক্রন্ত হওয়ায় কোন কিছু না ভেবেই বাবা-মায়ের পাশে থাকতে তিনি চলে আসেন দেশে। এখন তার বাবা মা বেশ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবার আর ঈদ করতে দেশের বাড়ী বগুড়াতে যাওয়া হয়নি তার। ঈদ করেছেণ ঢাকাতেই। ঈদের নামাজ পড়ে তিনি ফেসবুকে আপলোড করেছেন নিজের ছবি। আর ক্যাপশনে দেশের মানুষকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, দেশের মানুষকে আমি জানাই ঈদের শুভেচ্ছা। এই ঈদ সবার জন্য আনন্দময় হোক সেই কামনা ও দোয়া করছি। আমি আশা করছি সকলে যথাযত স্বাস্থ্যবিধি মেনেই ঈদ ইদযাপন করবেন। দেশ এখনও করোনা মহামারির সঙ্গে লড়ছে। তিনি আরও লিখেন আশপাশের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হয়ে ঈদের আনন্দ ভাগ করে নিন।
তার স্ট্যাটাসে মুশফিক নিজের বাবা-মায়ের সম্পর্কে জানান, আল্লাহ্র রহমতে আমার বাবা-মা আগের চেয়ে বেশ সুস্থ রয়েছে। যার আমার বাবা মায়ের খোজ খবর নিয়েছেন তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। মানুষের ভালোবাসাই আমার জন্য বড় পাওয়া। আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন।