প্রথম ইনিংসে ভারতের দেওয়া ১৯১ রানের জবাবে ইংল্যান্ড করে ২৯০ রান। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
৩ উইকেটে ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৮৯ রানের জুটি গড়েন জনি বেয়ারেস্টো ও ওলি পোপে। বেয়ারেস্টো ৩৭ রানে ফিরলেও পোপের ৮১, মইন আলির ৩৫ আর ক্রিস ওকসের অর্ধশতকে ৯৯ রানের লিড নেয় ইংলিশরা। ভারতের হয়ে ৩ উইকেট নেন যাদব।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছে ভারতের দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। রোহিত শর্মা ২০ আর লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ২২ রানে।