জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ৩৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করে রিয়াদের সেঞ্চুরি তে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। দলের হয় লিটন দাস করেন ৯৫, মুমিনুল ৭০, তাসকিন ৭৫ ও রিয়াদ করেন অপরাজিত ১৫০।
জবাবে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ের ব্যাটারররা। টি-ব্রেকের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলিয় ৬১ রানে মিল্টন সাম্বর উইকেট হারালেও টাইগার বোলারদের ভালোই সামলেছেন তারা। টাইগারদের হয়ে উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান। মিল্টন সাম্বা আউট হন ব্যাক্তিগত ৪১ রানে।
জিম্বাবুয়ের ক্যাপ্টেন টেইলর অপরাজিত রয়েছেন ৩৭ রানে আর ওপেনার কাইত্যানো ক্রিজে রয়েছেন ৩৩ রান নিয়ে। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। আগামীকাল টেস্টের তৃতীয় দিনে ৩৫৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে স্বাগতিকরা।