আসছে ১০ জানুয়ারি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনেই পৃথিবীতে এসেছেন হৃত্বিক। আর তার জন্ম দিনেই বলিউডের সিনেমা প্রেমীদের জন্য নতুন কিছু নিয়ে আসছেন এই হার্টব্রেকার হিরো। মুভির নাম দেওয়া হয়েছে “ফাইটার” আর তাতেই বোঝা যাচ্ছে এটি সম্পূর্ণ অ্যাকশন ধর্মী একটি মুভি। এই সিনেমায় হৃত্বিকের নায়িকার ভুমিকায় অভিনয় করবে দীপিকা পাড়ুয়ারী। ভারতের ইতিহাসে এটিই হবে আকাশ পথের প্রথম অ্যাকশন নির্ভর ফ্র্যাঞ্চাইজি মুভি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই মুভিটি মুক্তি পাবে ২০২২ সালেই ১০ জানুয়ারি।