৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

নতুন মিশনে নেমেছেন রেদওয়ান রনি

Advertisement

১২ মাসে ১২টি ব্যাতিক্রমধর্মী সিনেমার পরিকল্পনা নিয়ে দর্শকদের মন মাতাতে মাঠে নেমেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’। তদের উদ্বোধনী ছবি হিসেবে আল রাজীব পরিচালিত ইউটিউমার সিনিমার পোস্টার প্রকাশের সাথে সাথে মুভিটি মুক্তিরও দিন তারিখ ঘোষণা করেছে চরকির প্রধান নির্বাহী ও দেশবরেন্য পরিচালক রেদওয়ান রনি।

সেই ধারাবাহিকতায় ঈদুল আজহার আগেই পুরো শুটিং ইউনিট নিয়ে কাজ শুরু করে দিয়েছেন রেদয়ান। চরকির ওয়েবসাইটে ঈদের দিনই প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ এর দেখা মিলবে ইউটিউমার নামক অরিজিনাল ফিল্মটির মূল চরিত্রে।

চরকির অন্যান্য কনটেন্টগুলো দেখতে ৬ মাস ও ১ বছররে জন্য সাবস্ক্রাইবড হতে হবে দর্শক কে। তবে শুধু ইউটিউমার উপভোগ করতে পারবেন একটি টিকিট কিনলেই। ছবিটিতে আরও থাকবেন গাউসুল আলম শাওন, শরাফ আহমেদ জীবন। এছাড়া কারিনা কায়সার, সালমান মুক্তাদিরসহ আরও অনেক জনপ্রিয় মুখের দেখা পাওয়া যাবে এতে। ইউটিউমার এর পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শকদের তুমুল প্রতিক্রিয়া ও আগ্রহ দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement