১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার

নতুন রেকর্ড গড়লেন মেসি

Advertisement

পানির অপর নাম জীবন ঠিক তেমনি মেসির অপর নাম রেকর্ড। অসংখ্য রেকর্ডের ভিড়ে এবারের কোপা আমেরিকায় অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ এসিস্টের রেকর্ড গড়েছেন লিয়নেল। শেষ ম্যাচে কোপার ইতিহাসের সবচাইতে সাফল্য পাওয়া দল উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। আর দলের পক্ষে যে গোলটি হয়েছে সেটি ছিলো মেসির এসিস্টে। আর তাতেই মেসির নাম উঠে গেছে রেকর্ড বুকে।

এর আগে ২০১১ ও ২০১৫ সালে নিজে গোল না করে গোল করিয়েছিলেন সতীর্থদের দিয়ে। ২০১৬ সালে সতীর্থদের দিয়ে করিয়েছিলেন চারটি করে গোল। আর ২০২১ এ নিজে করেছেন এক গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১টি গোল। তবে মেসির এই রেকর্ড আরও বড় হবে এটা নিশ্চিত। মেসির দল যদি কোপার ফাইনালে ওঠে তখন হয়তো মেসির রেকর্ডটি আরও বড় হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement