টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসকে সাথে নিয়ে নাইম গড়েন ৫৯ রানের জুটি। গেল নয় ম্যাচে দুই ওপেনারের এটাই ছিলো সেরা জুটি। পরে ব্যাক্তিগত ৩৩ ও দলীয় ৫৯ রানে লিটন ফিরে যান প্যাভিলিয়নে। এর পরের বলেই শুন্য রানে মাঠ চাড়েন মুশফিক। সাকিব আল হাসানও বেশিক্ষন ক্রিজে থাকতে পারেননি। ৬ বলে ১২ রান করে তিনিও মাঠ ছাড়েন দ্রুতই।
তবে একপ্রান্ত আগলে রেকেছিলো নাইম শেখ। পরে নাইমকে সাথে নিয়ে রিয়াদ গড়েন ৩৪ রানের জুটি। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ১০২। হাতে উইকেট রয়েছে ৭টি।