নারী ফুটবল লিগে দুর্দান্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর ফুটবল স্টেডিয়ামে জামালপুর কাঁচারি পাড়ার বিপক্ষে ৫-০ গোলের জয় পায় বসুন্ধরা। সন্ধ্যায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩০ মিনিট পর্যন্ত গোলের দেখা পাইনি কোন দল। কিন্তু ৩১ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেয় মাসুরা পারভীন। স্পট কিক থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বসুন্ধরা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কার হয়ে ওঠে বসুন্ধরার মেয়েরা। ম্যাচের ৪৮ ও ৬০ মিনিটে শামসুর নাহার জুনিয়রের জোড়া গোলে ৩-০তে লিড পায় বসুন্ধরা। এরপরে জ্বলে ওঠে মারিয়া মান্দা। ম্যাচের ৬৯ মিনিটে স্কোর করে আবারও এগিয়ে নেয় দলকে। ৮৮ মিনিটে বসুন্ধরার হয়ে শেষ স্কোর করেন স্বপ্না। এই গোলের ফলে বসুন্ধরা জয় পায় ৫-০ ব্যবধানে।