গেল ২৯ জুন হঠাত করেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন ভারতের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন শাহ। তবে সঠিক সময় চিকিৎসা নেওয়ার ফলে বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে এমটাই জানিয়েছিলেন তার স্ত্রী রত্না পাঠক। নাসিরের ছেলে ভিভান শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সপ্তাহখানেক চিকিৎসা নেওয়ার পর (বুধবার) নাসির উদ্দিনকে নিজের বাসায় আনা হয়।
২০২০ সালে নাসিরুদ্দিন শাহকে শেষ দেখা গিয়েছিলো ‘মী রাকসাম’ নাটকে। একই বছর তিনি ‘বান্দিশ ব্যান্ডিটস’-এ বন্দি দস্যু চরিত্রে অভিনয়ে ছিলেন। এটি ছিল অ্যামাজন প্রাইম ভিডিওর একটি ধারাবাহিক।
নাসির উদ্দিনের অভিনীত চলচ্চিত্র গুলোর মধ্যে উল্লেখ যোগ্য মাসুম, সরফরোশ, ইকবাল, অ্যা ওয়েটনাস্টডে, মনসুন ওয়েডিং এবং মকবুল। এসব সিনেমায় নাসিরউদ্দিন শাহের নিপুণ অভিনয় প্রশংসিত হয়েছে চলচ্চিত্র জগতে। বলিউডের খ্যাতিমান এই অভিনেতা তার ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। বলিউডের বিকল্প ও বাণিজ্যিক, দুই ধারার সিনেমাতে এখন পর্যন্ত নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন নাসির উদ্দিন