২৭ জুলাই, ২০২৪, শনিবার

নিউজিল্যান্ডের চোখ এখন ট্রফির দিকে

Advertisement

বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে যে করেই হোক জিততে চায় নিউজিল্যান্ড। এর আগে টানা দুই ম্যাচ হেরে তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে তারা, যদিও অস্ট্রেলিয়ার মুল দলকে কোন পাত্তাই দেয়নি টাইগাররা। সেই তুলনায় নিজেদের ভাগ্যবানই ভাবছে নিউজিল্যান্ড।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ বলছেন, বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। তবে প্রস্তুত তাঁরাও, ‘শুধু আমাদের বিপক্ষে নয়, বিশ্বের যেকোনো দলের সঙ্গেই তাদের ঘরের মাটিতে রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবেই তারা ঘুরে দাঁড়াবে শক্তভাবে, আগের হারটাও নিশ্চয়ই খোঁচাচ্ছে তাদের। (তবে) আমরা অবশ্যই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। তবে বলতে গেলে, আমরা আগুনের জবাব আগুন দিয়েই দেব, আমাদের সে সামর্থ্য আছে।’

তিনি আরও বলছেন, এটা আসলে অসাধারণ। ছেলেরা অনেক পরিশ্রম করেছে বলে এই অনুভূতি বিশেষ কিছু। তারা নিজেদের মধ্যে কথা বলেছে, কীভাবে খেলব সেটা নিয়ে। যেসব নিয়ে কথা বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারা খুবই ভালো একটা অনুভূতি। এখানে খেলাটা খুবই চ্যালেঞ্জিং, শেষ ম্যাচে ছেলেরা যা করেছে, সেটা নিয়ে তাই গর্বিত আমি। তারা দেখিয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো কিছুই সম্ভব। এটা রোমাঞ্চকর, আমরা আরও এগোতে চাই।’

তবে এখনো যাঁরা এমন কন্ডিশনে জ্বলে উঠতে পারেননি, তাঁদের জন্যও পোকন্যালের বার্তাটা পরিষ্কারই, ‘(সাফল্য-ব্যর্থতার ব্যবধানটা) খুবই সূক্ষ্ণ। তবে নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে। টি-টোয়েন্টিতে সাফল্যের চেয়ে ব্যর্থতার হারই বেশি। এ কারণে নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে এ ব্যাপারই ঢুকানোর চেষ্টা করছি আমরা। প্রথম তিন ম্যাচে অনেকেরই নিজের দিনটা এসেছে। সবারই আসবে। যদি দারুণ সময় কাটানো খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়ে আগামীকাল, তাহলে আমরা দারুণ একটা অবস্থানে থাকব।’

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement